ঐতিহাসিক নগরী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। গত প্রায় চার শ’ বছর ধরে এই সত্য আমরা জেনে এসেছি। কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম হয়তো কথা একটু ভিন্নভাবে জানবে। তাদের বলা হবে, একসময় ঢাকার পাশে বুড়িগঙ্গা নামে একটি নদী ছিল। কারণ বুড়িগঙ্গা এরই মধ্যে দখল-দূষণে মৃতপ্রায়। ধলেশ্বরী থেকে আসা পানিপ্রবাহ রুদ্ধ হয়ে যাওয়া এবং সব ধরনের বর্জ্য নদীতে ফেলায় এটিকে এখন আর নদী বলা যায় না।