জীববৈচিত্র্য রক্ষায় সহায়তা করছে ক্লোনিং পদ্ধতি

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ১৭:৩৪

কুয়র্ট নামের এক জংলি ঘোড়াই প্রথমবার সফলভাবে ক্লোন করা সম্ভব হয়েছিল৷ সেটা ছিল এক বিশাল সাফল্য৷ কুয়র্ট মোটেই শুধু একটা এক্সপেরিমেন্ট ছিল না৷ গবেষকেরা এখন লুপ্তপ্রায় প্রাণী ক্লোন করে কোনো প্রজাতি লোপ পাওয়ার গতি কমিয়ে আনতে পারেন৷ এভাবে গোটা ইকোসিস্টেমের উন্নতিও ঘটাতে পারেন৷

কিন্তু ঠিক কীভাবে সেটা সম্ভব হবে? এমন প্রত্যাশা কতটাই বা বাস্তবসম্মত?

গোটা বিশ্বেই ক্লোনিং অত্যন্ত বিতর্কিত বিষয়৷ তার পেছনে কারণও রয়েছে৷ মানুষ ঈশ্বরের ভূমিকায় অবতীর্ণ হলে অথবা বিভিন্ন প্রজাতির অনন্ত নকল করে গেলে জীববৈচিত্র্য লোপ পেতে পারে বলে আশঙ্কা একেবারে অমূলক নয়৷ কিন্তু কুয়র্টের লক্ষ্য এর ঠিক বিপরীত৷ এই প্রাণীটি নাকি প্রজেভালস্কি প্রজাতির জংলি ঘোড়ার মধ্যে বৈচিত্র্য ফিরিয়ে আনবে৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us