আগামী ২৭ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার নির্বাচনে প্রথম পর্যায়ের ভোটগ্রহণ শুরু হচ্ছে। মোট ২৯৪ আসনের বিধানসভার এ নির্বাচনে প্রথম পর্যায়ে ৩০ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১ এপ্রিল ৩০ আসনে, ৬ এপ্রিল ৩১ আসনে, ১০ এপ্রিল ৪৪ আসনে, ১৭ এপ্রিল ৪৫ আসনে, ২২ এপ্রিল ৪৩ আসনে, ২৬ এপ্রিল ৩৬ এবং সর্বশেষ ২৯ এপ্রিল ৩৫ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল জানা যাবে ২ মে। একই সময়সীমায় পশ্চিমবঙ্গের পাশাপাশি কেরালা, তামিলনাড়ু, আসাম ও পণ্ডিচেরীতেও বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সব ছাপিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনের গুরুত্ব অনেক বেশি এবং তা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
বেশ কিছু কারণে পশ্চিমবঙ্গ বিধানসভার এ নির্বাচন অনেকের দৃষ্টি কেড়েছে। প্রথমত, ২০১১ সালে দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস বিধানসভার নির্বাচনে বিজয়ী হয়ে সর্বত্র আলোড়ন তুলেছিল। ২০১৬ সালে পরবর্তী নির্বাচনেও দলটির বিজয় সহজ হয়েছিল।