সংযুক্তি ও ব্যবসায় জোর

প্রথম আলো প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ০৮:০০

আকাশ ও সড়কপথে যাতায়াত সহজ করা এবং রেলপথে যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সংযুক্তি ও ব্যবসা বাড়াতে জোর দিচ্ছে নেপাল। এ ছাড়া হিমালয়ের পাদদেশের দেশটি দুই দেশের মধ্যে পর্যটন, জ্বালানি ও নানা ধরনের পণ্যের ব্যবসাও বাড়াতে আগ্রহী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আলোচনায় নেপালের প্রেসিডেন্ট বিদ্যা ভান্ডারি এ বিষয়গুলোতে অগ্রাধিকার দেবেন বলে দুই দেশের কূটনৈতিক সূত্র জানিয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১০ দিনের ওই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা ভান্ডারি, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং যোগ দিচ্ছেন। অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে বিদ্যা ভান্ডারি ২২ মার্চ ঢাকায় আসছেন। পরদিন তিনি ‘বাংলার মাটি আমার মাটি’ থিম অনুষ্ঠানে যোগ দেবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us