বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের অপু-দুর্গার কথা মনে আছে? উপন্যাস অবলম্বনে তৈরি সত্যজিৎ রায়ের চলচ্চিত্রটি যাঁরা দেখেছেন, অপু-দুর্গা নাম শুনলে নিশ্চয়ই ছবিতে দেখা দুই ভাই-বোনের কথা মনে পড়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও এমন অপু-দুর্গাদের দেখা মিলবে। বয়স প্রায় একই, তবে এরা সুবিধাবঞ্চিত, অসহায়। বছর পাঁচেক আগেও তাদের কেউ বোতল কুড়িয়ে বিক্রির জন্য জমা করত, কেউবা গাছের গুঁড়ি, পাতা সংগ্রহ করত। ক্যাম্পাসের ঝুপড়িতে দেখা যেত এই শিশুরা কাজ করছে চায়ের দোকানে, মুদির দোকানে। কিন্তু এখন ওরা পড়াশোনা করে, স্কুলে যায়।