ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইয়াহিয়া খান বেসামরিক মন্ত্রিসভা ভেঙে দেন। প্রশাসন নিজের একক কর্তৃত্ব প্রতিষ্ঠাই ছিল এর উদ্দেশ্য। এই সময়ে পূর্বাঞ্চলীয় কমান্ডে লোকবল ও সরঞ্জাম বাড়ানো হয়। ইতিমধ্যে সেনা নেতৃত্ব সামরিক অভিযান চালানো এবং রাজনৈতিক কার্যক্রম স্থগিত করার পরিকল্পনা নিয়েছে। ইয়াহিয়া খান মধ্য মার্চে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নেন রাজনৈতিক আলোচনার উদ্দেশ্যে।