ঢাবিতে রাজু হত্যার বিচার দাবি

প্রথম আলো প্রকাশিত: ১৩ মার্চ ২০২১, ১৪:০৩

রাজু দিবস উপলক্ষে আজ শনিবার সকাল আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের পাশে অবস্থিত শহীদ মঈন হোসেন রাজুর বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, রাজু সংসদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্রমৈত্রী এবং শহীদ রাজুর বন্ধু ও সহযোদ্ধারা। রাজুর হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে ছাত্র ইউনিয়ন।

১৯৯২ সালের ১৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যকার গোলাগুলিতে নিহত হন ছাত্র ইউনিয়ন নেতা মঈন হোসেন রাজু। ওই দিন ক্যাম্পাসে সন্ত্রাসবাদের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে সন্ত্রাসীরা গুলি চালালে রাজু নিহত হন। ছাত্র ইউনিয়ন দিনটিকে ‘সন্ত্রাসবিরোধী রাজু দিবস’ হিসেবে পালন করে আসছে। রাজুর স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নির্মিত হয়েছে ‘সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য’।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us