রংপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হলেও ওয়ার্ড পর্যায়ে সম্মেলন হচ্ছেনা দীর্ঘ ৮ বছর ধরে। এমনকি মহানগরীর ৬টি থানায় এখন পর্যন্ত কমিটি গঠন করা যায়নি, এতে দলের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। অন্যদিকে সভাপতি-সম্পাদকের মাঝে সমন্বয় না থাকায় দলে অভ্যান্তরীণ কোন্দল চরম আকার ধারণ করেছে। যে কারণে গত ১৪ ফ্রেরুয়ারি মহানগর কার্যকরী কমিটির সভায় তুমুল হট্টগোল ও বাকবিত-ার মধ্যে তেমন কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়ে যায়।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৬ নভেম্বর রংপুর টাউন হলে মহানগর আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা। সম্মেলনে শাফিয়ার রহমানকে সভাপতি, তুষার কান্তি মন্ডলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হলেও পুর্ণাঙ্গ কমিটি গঠন করা নিয়ে সভাপতি-সম্পাদকের দ্বন্দ্বের কারণে এক বছর অতিবাহিত হওয়ার পরও পুর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি।