দুবাইয়ে ‘করোনা বীর’ স্বীকৃতি পাচ্ছেন বাংলাদেশি তরুণ
প্রকাশিত: ১৩ মার্চ ২০২১, ০৯:৪৬
সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাস প্রতিরোধে ভূমিকা রাখায় দুবাই সরকারের কাছ থেকে ‘ফ্রন্টলাইন হিরো’ স্বীকৃতি পেতে যাচ্ছেন এক প্রবাসী বাংলাদেশি তরুণ।
তার নাম মোশাররফ শহীদ (৩৮), বাড়ি কুমিল্লায়। তিনি দুবাই মিউনিসিপ্যালিটির পেস্ট কন্ট্রোল ডিপার্টমেন্টের একজন কর্মী।
ব্যক্তিগত ত্যাগের বিনিময়ে দুবাইয়ে নাগরিক সুরক্ষায় কাজ করার জন্য শহীদের ভূমিকাকে আমিরাত সরকার আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে জানিয়ে দেশটির শীর্ষ স্থানীয় পত্রিকা ‘গালফ নিউজ’ ও ‘দ্য ন্যাশনাল’ শহীদকে নিয়ে তাদের কাভার স্টোরি করেছে।