বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের নাগর নদ দিন দিন হারাচ্ছে এর নাব্যতা। একদিকে এই নদে চলছে মাটি কাটা ও বালু উত্তোলন। অন্যদিকে, নদীর দুই ধার দিয়ে অনেকেই আবাদ করেছে কৃষি। এতে নদটি হারাতে বসেছে এর চিরচেনা রূপ।
স্থানীয়রা জানায়, এক সময় পানিতে থৈ থৈ করতো নাগর নদ। এখন পানি না থাকায় শুকিয়ে মরছে। যৌবন হারিয়ে এখন পরিণত হয়েছে মরা খালে। হারিয়ে যাচ্ছে নদকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্য। এ নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই। কালের আবর্তনে নদের ঐতিহ্য এখন হারিয়ে যাচ্ছে।