ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিম-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ সমস্যার শিগগির সমাধান নেই
প্রকাশিত: ১২ মার্চ ২০২১, ২২:৪৫
রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগের বিদ্যমান সমস্যা খুব শিগগির সমাধান হওয়ার সম্ভাবনা নেই। রেল যোগাযোগের উন্নতিতে এ রুটের জন্য দুটি প্রকল্প নেওয়া হলেও, ঋণ পেতে দেরি ও খরচ কমানোর নির্দেশনার কারণে রেল ট্র্যাকের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পটি দীর্ঘ সময় ধরে আটকে আছে।
এ রুটে রেল যোগাযোগের বর্ধিত চাহিদা মেটাতে বাংলাদেশ রেলওয়ের (বিআর) নেওয়া প্রকল্প দুটি হচ্ছে- যমুনা নদীর ওপর একটি রেল সেতু নির্মাণ এবং জয়দেবপুর-ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ।