ঐতিহাসিক ৭ মার্চ নিয়েই লিখতে বসেছিলাম। এই দিনে মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির মুক্তি সনদ ঘোষণা করেছিলেন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অলিখিত রূপরেখা জাতিকে সেদিন মুক্তির নেশায় উম্মাতাল করে তুলেছিল। তাই জাতীয় জীবনে এটিই আমার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। কিন্তু এক বিপরীতমূখী ভাবনা আমাকে এমনভাবে তাড়িত করে চলেছে, বাধ্য হয়ে জাতির জনকের সোনার বাংলা প্রতিষ্ঠায় সোনার মানুষ গঠনে যারা অন্তরায় হয়ে উঠছে, সেসব লেবাসধারী শিক্ষিত দুর্বৃত্তরাই আমার লেখার প্রাধিকার হয়ে উঠলো।