তুরস্কের রাষ্ট্রপতির মুখপাত্র ইব্রাহিম কালিন এক বিবৃতিতে বলেন, তুরস্কে স্থানীয়ভাবে তৈরি আক্রমণে ব্যবহার্য ৩০ টি যুদ্ধ হেলিকপ্টার পাকিস্তানের কাছে হস্তান্তর করতে বাধা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে ইসলামাবাদ এসব হেলিকপ্টার চীনের কাছ থেকে কিনতে বাধ্য হবে।
রাশিয়ার কাছ থেকে আঙ্কারা এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নেয়ার পর তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এতে কি ক্ষতিকর প্রভাব পড়ছে তা নিয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে সব তথ্য প্রকাশ করেন তুরস্কের কর্মকর্তারা। ইব্রাহিম কালিন বলেন, তুরস্ককে উপযুক্ত শর্তসাপেক্ষে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিতে অস্বীকৃতি জানায় ওয়াশিংটন।