১৯৭০ সালের নির্বাচন নিয়ে পশ্চিম পাকিস্তানিদের মধ্যে শঙ্কা ছিল। তবে তারা ভাবতে পারেনি আওয়ামী লীগ জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। তাদের ধারণা ছিল, আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং পশ্চিম পাকিস্তানের কোনো দলের সঙ্গে সমঝোতা করে ক্ষমতায় যেতে হবে। পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভয় ছিল আওয়ামী লীগ ক্ষমতায় গেলে এম এ জি ওসমানী প্রতিরক্ষামন্ত্রী হবেন এবং তিনি কর্মজীবনে তাঁর বঞ্চনার প্রতিশোধ নেবেন।