গান গাইলে শাস্তি। তালেবান আমলের আইন ফিরে এলো আফগানিস্তানে। গান গাইতে পারবেন না মেয়েরা। ১২ বছর হয়ে গেলে প্রকাশ্যে গান গাওয়া যাবে না। বিবৃতি জারি করে জানিয়ে দিলেন আফগানিস্তানের শিক্ষামন্ত্রী। ডিডাব্লিউয়ের হাতে মন্ত্রীর সেই বিবৃতির প্রতিলিপি এসেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ভিডিওবার্তায় একই নির্দেশ জানিয়েছেন। প্রশ্ন উঠছে, তাহলে কি তালেবান শাসন ফিরে আসছে আফগানিস্তানে?
১২ বছরের উপরে কোনো স্কুলছাত্রী প্রকাশ্যে গান গাইতে পারবে না। একমাত্র ১০০ শতাংশ নারী সমাবেশে গান গাওয়ার অনুমতি আছে। পুরুষদের সামনে কোনো ভাবেই গান গাওয়া যাবে না। পুরুষ গানের শিক্ষকরাও স্কুলে বা অন্য কোথাও মেয়েদের গান শেখাতে পারবেন না। নির্দেশ জারি করেছে আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়।