ভূমিকম্প ও সুনামির ক্ষেত্রে দেশের উপকূলীয় অঞ্চল বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিন্তু উপকূলবাসীর মধ্যে এসব দুর্যোগ সম্পর্কে তেমন ধারণা নেই। তাদের বেশির ভাগ এমন দুর্যোগের ধ্বংসাত্মক পরিণতি সম্পর্কে সচেতন নয়। এ নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে প্রস্তুতিও কম।
বিশ্বে তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে ২০১৩ সালে প্রকাশ করা একটি প্রতিবেদনে বিশ্বব্যাংক বাংলাদেশকে সবচেয়ে দুর্যোগপ্রবণ অঞ্চলের (হটস্পট) একটি হিসেবে উল্লেখ করে। এ ছাড়া ২০১৬ সালে জেনেভাভিত্তিক জাতিসংঘ সংস্থা দ্য ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ডিজাস্টার রিডাকশনের দেওয়া তথ্যেও বিশ্বে বন্যার ঝুঁকিতে বাংলাদেশ প্রথম, সুনামির ঝুঁকিতে তৃতীয় এবং ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে ষষ্ঠ স্থানে বলে উল্লেখ করা হয়।