‘তখন আন্দোলন-সংগ্রামগুলো গ্রামপর্যায়ে ছড়িয়ে পড়েছিল। ছাত্রদের অংশগ্রহণ ও নেতৃত্বটাও খুব বেশি ছিল। মানুষকে আমরা মোটিভেট করতাম। ছয় দফা ও এগারো দফা নিয়েও কাজ করেছি। বৈষম্যগুলো ছাত্র-যুবকদের মনে প্রবলভাবে ঝড় তোলে। এরপর তো নির্বাচন এলো। সত্তরের নির্বাচনে কুষ্টিয়ার মিরপুরে এমপি পদে আওয়ামী লীগের রউফ চৌধুরীর পক্ষে কাজ করেছি। তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। পাকিস্তানি সামরিক জান্তা আওয়ামী লীগকে ক্ষমতা না দিলে সারা দেশে শুরু হয় অসহযোগ আন্দোলন।