অসৎ উদ্দেশ্য নিয়ে বিএনপি ৭ই মার্চ পালন করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মঙ্গলবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, “আপনাদেরকে অনুরোধ জানাব যে, আপনারা এতদিন ধরে যে ইতিহাস বিকৃতি করেছেন, সেটার জন্য জনগণের কাছে ক্ষমা চান। আর নতুন করে ইতিহাস বিকৃত করার জন্য কোনো দিবস পালন করার ভণ্ডামি দয়া করে করবেন না।”