মিজানুরসহ বিএনপির চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন
প্রকাশিত: ০৯ মার্চ ২০২১, ১৫:০৯
রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অশোভন মন্তব্য করায় রাষ্ট্রদ্রোহ মামলা করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয়।
এ মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, সাবেক সিটি মেয়র ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকে এই মামলায় আসামি করা হচ্ছে।