বিএনপি এবার বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ঐতিহাসিক দিনটি পালন করেছে। ২৪ ফেব্রুয়ারি বিএনপির এক সংবাদ সম্মেলনে দলীয় এ সিদ্ধান্তের কথা জানিয়ে ড. মোশাররফ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কর্মসূচিতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। সবাই মিলে সুবর্ণজয়ন্তী উদযাপনেরও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। সংবাদ সম্মেলনে দলটির সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব আবদুস সালাম বলেছেন, ৭ মার্চ ঐতিহাসিক দিন। আমরা সেই ঐতিহাসিক দিন হিসেবেই পালন করব। মুক্তিযুদ্ধ কোনো দলীয় যুদ্ধ নয়, মুক্তিযুদ্ধে যার যার অবদান তা স্বীকার করা উচিত (সূত্র :সমকাল, ২৫ ফেব্রুয়ারি, ২০২১)।
যখন রাজনৈতিক মতভেদ গোটা জাতিকে বিভক্ত করে ফেলছে; সৃষ্টি করছে দলগুলোর মধ্যে অনতিক্রম্য দূরত্ব, তখন বিএনপির এ সিদ্ধান্ত কিছুটা হলেও স্বস্তির আবহ সৃষ্টি করেছে। দুঃখজনক হলেও সত্যি, আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধ নিয়ে এ যাবৎ চলে আসছে সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিপ্রসূত বিতর্ক। দেশের প্রধান দুটি দলের মধ্যে এ অসুস্থ প্রতিযোগিতা সচেতন মানুষদের মনে যারপরনাই হতাশা সৃষ্টি করে আসছিল।