You have reached your daily news limit

Please log in to continue


মৌলভীবাজারে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মৌলভীবাজারে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছে ট্রাভেলেটস অফ বাংলাদেশ (ভ্রমণকন্যা)। গতকাল সকালে মৌলভীবাজার স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে ২৫ জন পথশিশুকে নিয়ে এই কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী এ সংগঠন। এ সময় শিশুদের মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, গুড টাচ-ব্যাড টাচ্‌, স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে ধারণা দেয়া হয় এর পাশাপাশি আত্মরক্ষার বিভিন্ন ধরনের কলাকৌশল শিখানো হয়। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির ১০ জন ভলান্টিয়ার। অনুষ্ঠান শেষে অধিকার বঞ্চিত এই শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এভাবে সচেতনতা গড়ে তোলার জন্য আমরা দেশজুড়ে ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ৮টি বিভাগে আলাদা জোন করে জোন ভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সিলেট জোনের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস শুভা জানান, তাদের কার্যক্রম শিশু কিশোরীদের সচেতন করা, তারই পরিপ্রেক্ষিতে এবারের আয়োজন স্কুল ও বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের এর আওতায় নিয়ে আসা। তাই নারী দিবস উপলক্ষে এবার পথশিশুদের সঙ্গে আমাদের এই আয়োজন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন