প্রথম দফায় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী!

এইসময় (ভারত) প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ২২:৩৯

আট দফার নির্বাচনের প্রথম থেকেই নজিরবিহীন নিরাপত্তা দেখা যাবে বঙ্গে। সেরকমই প্রস্তুতি নিতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। প্রথম দফার নির্বাচন থেকেই সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেখা যেতে চলেছে। কারণ, প্রথম দফার ভোটে যে ৬০ টি বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে, সেখানে সবকটি বুথকেই ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করেছে কমিশন। প্রথম দফা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ার মতো মাও অধ্যুষিত এলাকা রয়েছে। সেখানে নিরাপত্তার জন্য যাবতীয় ব্যবস্থা করছে কমিশন।

ইতিমধ্যেই ৪৯৫ কোম্পানি বাহিনী রাজ্যে এসে পৌঁছে গিয়েছে। সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিরোধীদের আবেদনকেই মান্যতা দেওয়া বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, প্রথম দফায় বুথের সংখ্যা ১০ হাজারের উপরে। সেখানে সব বুথেই কেন্দ্রীয় বাহিনী দিচ্ছে কমিশন। সাধারণত স্পর্শকাতর বা অতি স্পর্শকাতর বুথে আবশ্যিক ভাবে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়। সেই হিসাবে সব বুথকেই স্পর্শকাতর ধরে বুথে কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যে এসে হাজির হয়েছেন রাজ্যের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং পর্যবেক্ষক অজয় নায়েক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us