করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব— প্রতিপাদ্যে এবার বিশ্ব নারী দিবস পালিত হচ্ছে। নারী দিবসে এ প্রশ্ন প্রাসঙ্গিক, সমতার বিশ্ব গড়ার সোপানে বাংলাদেশের অগ্রগতি কতদূর? নারীর ক্ষমতায়ন বা বাংলাদেশে নারীদের নেতৃত্বে আনার বিষয়টি কতটুকু নিশ্চিত করা গেছে?
বিশ্লেষকরা বলছেন, সেটি আশানুরূপ নয়। তবে সরকার ও ক্ষমতাসীন দল বলছে, পুরুষতান্ত্রিক সমাজে নারীদের প্রতি মনোভাব বেশ পরিবর্তন হয়েছে। কর্মক্ষেত্রসহ সব জায়গায় নারীর মর্যাদা ও অবদানের স্বীকৃতি বেড়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে রাজনীতিতেও বেড়েছে নারীর আগ্রহ ও অংশগ্রহণ।