সেই ফরহাদ কারাগারের দেয়াল টপকে পালিয়েছেন

প্রথম আলো প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ২০:৩২

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের নিখোঁজ বন্দী ফরহাদ হোসেন কারাগারের দেয়াল টপকে পালিয়েছেন বলে নিশ্চিত হয়েছে তদন্ত কমিটি। আজ সোমবার দিনভর ফায়ার সার্ভিসের কর্মীদের দিয়ে তল্লাশি চালানোর পর কমিটির প্রধান এ তথ্য দিয়েছেন।

গত শনিবার ভোর সোয়া পাঁচটায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কর্ণফুলী ওয়ার্ড নামের ভবন থেকে নিখোঁজ হন হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন। সিসি ক্যামেরায় দেখা যায়, ফরহাদ ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নেন। এরপর তাঁকে আর সিসি ক্যামেরায় দেখা যায়নি। অনেক খোঁজাখুঁজি করেও ফরহাদকে পাওয়া যায়নি।

তদন্ত কমিটির প্রধান খুলনা রেঞ্জের ডিআইজি প্রিজন মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, কারাগারের ফাঁসির সেলের ভবনের ওপর দিয়ে দেয়াল টপকে বন্দী ফরহাদ হোসেন পালিয়েছেন। পালাতে কেউ সহযোগিতা করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us