বাংলাদেশে নারীবাদীদের এতো নেতিবাচকভাবে দেখা হয় কেন?
প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ১৯:১১
বাংলাদেশে অনেকের মধ্যে নারীবাদ এবং নারীবাদের চর্চাকারীদের নিয়ে নেতিবাচক ধারণা রয়েছে। অনেকেই একে পুরুষ বিদ্বেষ বলে মনে করে থাকেন। কিন্তু নারীবাদ মানে কি আসলেই পুরুষ বিদ্বেষ? আর এই নেতিবাচক ধারণাগুলোই আসলে কেন এলো?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জোবাইদা নাসরীন বলেন, বাংলাদেশে নারীবাদ সম্পর্কিত নানা ধরণের ভুল ধারণা আছে।এগুলোর মধ্যে রয়েছে, নারীরা শার্ট-প্যান্ট পরবে, নারীরা ছোট চুল রাখবে, সিগারেট খাবে, নারীরা পুরুষ বিদ্বেষী, নারীরা পরিবার বিদ্বেষী, বিয়ে বিদ্বেষী অন্যতম।