বেগম রোকেয়ার পর শ্রদ্ধা জানাতে চাই খালেদা জিয়াকে: মির্জা ফখরুল
প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ১৯:০৪
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নারীর উন্নয়ন ও কল্যাণে যা কিছু হয়েছে, তা বিএনপির নেতৃত্বেই হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ সোমবার সকালে নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের শোভাযাত্রাপূর্ব সমাবেশে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বেগম রোকেয়া এই উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে নারীদের উন্নয়নের জন্য, তাঁদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য প্রতিকৃতের ভূমিকা পালন করেছিলেন। এরপর যে নারীনেত্রীকে, যে রাজনীতিবিদকে সবচেয়ে বেশি শ্রদ্ধা জানাতে চাই, তিনি হচ্ছেন খালেদা জিয়া। যিনি এই দেশে নারীদের উন্নয়নের জন্য সবচেয়ে বড় কাজটি করেছিলেন। মেয়েদের লেখাপড়ার সুযোগ-সুবিধা করে দেওয়ার জন্য বিনা বেতনে গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়ার ব্যবস্থা করেছিলেন। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল।’