নারীর অধিকার মূলত মানুষের অধিকার। অর্থাৎ নারী মানুষ। মানুষ ব্যক্তিগত অধিকারের নিশ্চয়তা চায়, যা নারীর ক্ষেত্রে একই। সন্ত্রাসমুক্ত থাকা, বৈষম্যের শিকার না হওয়া, শারীরিক ও মানসিক সুস্থতার প্রত্যাশা, শিক্ষা ও নিজস্ব সম্পদ সংগ্রহের নিশ্চয়তা, রাজনৈতিক মতপ্রকাশের সুব্যবস্থা এবং সর্বোপরি শ্রমের সঠিক মূল্যপ্রাপ্তি যেমন যেকোনো মানুষের অধিকার, তেমনি নারীরও।