চুয়াডাঙ্গার জীবননগরে স্টার গোল্ড ইলেকট্রনিকস অ্যান্ড স্টার গোল্ড এগ্রো ফার্ম লিমিটেড নামের একটি ভুয়া কোম্পানি চাকরি দেয়ার নামে অর্ধকোটি টাকা জামানত নিয়ে লাপাত্তা হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত যুবকরা তাদের জামানতের টাকা ফেরত পেতে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানায় লিখিত অভিযোগ করেছেন।
ক্ষতিগ্রস্তদের কাছ থেকে জানা গেছে, ২০২০ সালের ১ অক্টোবর জীবননগরের আঁশতলা পাড়ার মো. ইকতিয়ার উদ্দিনের বাড়ির দ্বিতীয় তলা জীবননগর উপজেলা জোনাল অফিসের নামে ভাড়া নেয় প্রতারক চক্র। ওই বাড়িতেই স্টার গোল্ড ইলেকট্রনিকস অ্যান্ড স্টার গোল্ড এগ্রো ফার্ম লিমিটেড নামের একটি বিশাল সাইনবোর্ড লাগিয়ে দেন তারা।