প্রতি বছর নারী দিবস আসলেই আমরা দুই ভাগে ভাগ হয়ে যাই। এক ভাগ মুখ বেঁকিয়ে বলে, সমতাও চায় আবার দিবসও চায়—এই হলো নারী। আর এক ভাগ আছেন যারা মনে করেন, অবশ্যই নারী দিবস পালন করা দরকার। এই যে এত ত্যাগ, এত লড়াই, এত যুদ্ধ—এই সব কিছুরই তো একটা স্বীকৃতি দরকার! শেষের দলের মানুষেরা বিশ্বাস করেন যে এভাবেই একদিন ধীরে ধীরে সব অসমতা দূর হবে।