শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য ‘শ্রেষ্ঠ জয়িতার’ সম্মাননা পাচ্ছেন রাজশাহী বিভাগের বগুড়া জেলার মিফতাহুল জান্নাত হিরা। দৃষ্টি প্রতিবন্ধী এই নারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমএসএস পড়ছেন। হাজারো প্রতিবন্ধিকতা পাড়ি দিয়ে আজ তিনি কোটি মানুষের অনুপ্রেরণা। তার জীবনের সব চেয়ে বড় প্রতিবন্ধকতা তিনি জন্ম থেকেই অন্ধ।
কিন্তু তিনি সেটাকেও জয় করেছেন। মিফতাহুল জান্নাত বলেন, এইচএসসি পাসের পর ভর্তি পরীক্ষা দেয়ার জন্য যখন বগুড়া থেকে ঢাকায় আসি তখন অন্ধকার জগত নিয়ে অচেনা অজানা শহরে একাই ছিলাম আমি। তারপরও সব বাধা দূর করে নিজের অটল বিশ্বাসে অবিচল থেকেছি।