পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের লড়াইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপিকে মোকাবিলা করতে এবার তিস্তার পানিবণ্টন চুক্তিকে হাতিয়ার করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো (প্রধান) মমতা বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘদিন ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তার পানিবণ্টন নিয়ে আলোচনা চলছে। ভারতে বিগত ইউপিএ সরকারের শাসনামল থেকে বর্তমান এনডিএ সরকার পর্যন্ত কোনও সরকারই বিষয়টির সমাধান দিতে পারেনি।