আসামিদের না ধরে পুলিশ শুধু তাঁদের ‘মনের খবর’ রাখছে

প্রথম আলো প্রকাশিত: ০৭ মার্চ ২০২১, ১৫:৩৪

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলায় জড়িত আসামিদের গ্রেপ্তার করতে না পারলেও তাঁদের ‘মনের খবর’ ঠিকই জানতে পেরেছেন এ মামলার তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, ‘সরকারবিরোধী ষড়যন্ত্র হচ্ছে’ এমনটা মনে করে আসামিরা মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলা করেছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের তেজগাঁও অঞ্চলের পরিদর্শক আব্দুর রউফ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, অভিযোগপত্রে উল্লেখ করা ৯ আসামির কেউই এই মামলায় আটক বা গ্রেপ্তার হননি। তাঁদের জিজ্ঞাসাবাদও করা যায়নি। তাহলে হামলার উদ্দেশ্যে সম্পর্কে জানলেন কীভাবে—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সোর্সের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি।’ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করেছেন কি না, জানতে চাইলে তদন্ত কর্মকর্তা বলেন, তাঁর আগে মামলাটি আরও তিনজন তদন্ত করেছেন। ওই তিনজন এবং তিনি নিজেও চেষ্টা করেছেন আসামিদের ধরতে কিন্তু সম্ভব হয়নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us