আজ প্রার্থী তালিকার 'শুভমুক্তি' ঘিরে রাজ্যজুড়ে জোর চর্চা

এইসময় (ভারত) প্রকাশিত: ০৫ মার্চ ২০২১, ০৭:৩৯

এই সময় ডিজিটাল ডেস্ক: 'ব্লকব্লাস্টার ফ্রাইডে', ভোটে গরম বাংলায় ৬ মার্চ ঘিরে উত্তেজনা তুঙ্গে । এক শুক্রে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর আরেক জুম্মাবারে মেগা ঘোষণা। একইসঙ্গে একইদিনে ঘোষিত হতে চলেছে তৃণমূল, BJP এবং বাম-কংগ্রেস সংযুক্ত মোর্চার প্রার্থী তালিকা। সম্ভবত এই প্রথমবার সব দলের প্রার্থী ঘোষণা একইদিনে। 'প্রার্থী তালিকার শুভমুক্তি' ঘিরে বঙ্গ রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে।

একুশের মহাযুদ্ধের সবথেকে বড় ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সবপক্ষই। কোন মহারথীর মুখোমুখি কে? উত্তরের খোঁজে তুফান বাংলার চায়ের কাপে। প্রথমবার ভোট ঘোষণার প্রায় এক সপ্তাহ বাদে প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তৃণমূল। রাজধানীর ওয়্যাররুমে বসে হাইকম্যান্ডের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর এদিনই চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে BJPও। অন্যদিকে শেষবেলায় রঙ জমিয়েছে বাম-কংগ্রেস-ISF-এর সংযুক্ত মোর্চা। বেশ কয়েক দফায় আলোচনা শেষে আসন রফায় সহমতের পর কোন আসনে কোন দলের প্রতিনিধি দাঁড়াবে সেই উত্তরও মিলতে পারে এদিন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us