You have reached your daily news limit

Please log in to continue


অভিপ্রেত অগ্রযাত্রা, অনভিপ্রেত ঘটনা

কারাবন্দী অবস্থায় একজন লেখক ও উদ্যোক্তার মৃত্যু সচেতন সংবেদনশীল মানুষ মাত্রকেই বিচলিত করেছে। সে কথা এড়িয়ে অন্য প্রসঙ্গে যাওয়া মুশকিল। সবাই জানি, দেশের চলমান উন্নয়নের কথা বড় মুখ করে বলা যায়। স্বল্পোন্নত দেশের ভুক্তি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশ হওয়ার পর্যায়ে আছে দেশ। কোভিড সত্ত্বেও কোনো মেগা প্রকল্প বন্ধ হয়নি। তৈরি পোশাক রপ্তানি, কৃষি উৎপাদন ও রেমিট্যান্স কমেনি, বরং বাড়তির দিকেই আছে। কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ তহবিল আরও বেড়েছে, প্রায় ১১ মাসের আমদানি ব্যয় মেটানোর সামর্থ্য আমাদের আছে। তাই বলে কি সমস্যা নেই? আছে। এর মধ্যেই দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারিও চলছে, ধনী-দরিদ্রে ব্যবধান বেড়েই চলছে, দারিদ্র্যের হার বেড়েছে। সামগ্রিকভাবে মানুষের মান নেমে গেছে, তারই নিদর্শন হলো ব্যাংক লুট, জমি-নদী দখল, ধর্ষণ ও শিশু-নারী-প্রান্তিক জনের নির্যাতন, ইয়াবার বিস্তার, প্রতারণা-ছলনার প্রাদুর্ভাব ইত্যাদি। গণতন্ত্রের মান কি নামেনি? নির্বাচন ও নির্বাচিতের মান যাচাই করলে বঙ্গবন্ধুর স্বপ্ন বিনষ্টের কথাই মনে আসবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন