উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা সম্পন্ন

এনটিভি প্রকাশিত: ০৪ মার্চ ২০২১, ১২:২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমামের (এইচ টি ইমাম) প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ার সরকারি আকবর আলী কলেজ মাঠে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রথম জানাজা সম্পন্ন হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ অসংখ্য মানুষ অংশ নেন। এর আগে তাঁর মরদেহ আজ সকাল সোয়া ১০টার দিকে হেলিকপ্টারে করে উল্লাপাড়ায় নিয়ে যাওয়া হয়।

জানাজা শেষে এইচ টি ইমামের মরদেহ আবারও হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হবে। এরপর তাঁর মরদেহ সবার শ্রদ্ধা নিবেদনের জন্য বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখার কথা রয়েছে। বাদ আসর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে বনানী কবরস্থানে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us