আধুনিক যুগের নায়ক কোহালি, মানছেন স্টিভও

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০২ মার্চ ২০২১, ০৮:২৯

তাঁর সময়কালে অস্ট্রেলিয়া দল এক অন্য উচ্চতায় উঠেছিল। অধিনায়ক হিসেবে ক্রিকেট ইতিহাসে নিজেকে স্মরণীয় করে রেখেছেন তিনি। সেই স্টিভ ওয়ের মুখে এখন শোনা যাচ্ছে বর্তমান ক্রিকেটের এক অধিনায়কের কথা। যাঁকে দেখে মুগ্ধ স্টিভও। সেই অধিনায়কের নাম বিরাট কোহালি।অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক স্টিভ ওয় মনে করেন, কোনও কিছুই অসম্ভব নয়— এই মনোভাবটা ভারতীয় দলের মননে গেঁথে দিতে সফল হয়েছেন কোহালি। ভারত এবং ভারতীয় ক্রিকেটের উপরে এক তথ্যচিত্র তৈরি করেছেন স্টিভ। সোমবার যে তথ্যচিত্র নিয়ে অনুষ্ঠানে এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘‘কোহালি হল আধুনিক ভারতীয় মানসিকতার প্রতীক। যে মানসিকতা বলে, নিজের কাজটা ঠিক মতো করে যাও, কাউকে ভয় পেয়ো না। সব চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াও। দেখবে, কোনও কিছুই আর অধরা থাকবে না, কোনও কিছুই অসম্ভব মনে হবে না। এই মানসিকতার জন্যই ভক্তরা ওকে ভালবাসে। কোহালি হল আধুনিক সময়ের এক নায়ক।’’ এ দিকে, আমদাবাদে চতুর্থ টেস্টের আগে জোরকদমে অনুশীলন সারছে ভারতীয় দল। সোমবার নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন ভারতীয় দলের ব্যাটিংয়ের তিন স্তম্ভ বিরাট কোহালি, রোহিত শর্মা এবং অজিঙ্ক রাহানে।সেই ভিডিয়ো পোস্ট করেছে ভারতীয় বোর্ড নিজেদের টুইটার হ্যান্ডলে। পরে কোহালি এবং রোহিতের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us