ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মোট ৪২টি আসনে সাত দফায় ভোট হচ্ছে। ইতোমধ্যেই দুই দফার ভোট শেষ হয়েছে। আগামী মঙ্গলবার (৭ মে) তৃতীয় দফায় মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে ভোট হবে। পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে ভোটের বাজার বেশ সরগরম হয়ে উঠেছে। রাজ্যের ক্ষমতা কোন রাজনৈতিক দলের হাতে থাকবে তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ৪ জুন পর্যন্ত।
এরই মধ্যে দলীয় পতাকা, দলীয় প্রতীক চিহ্নের টুপি, শাড়ি, গেঞ্জি, ব্যাজ, উত্তরীয়, দলীয় প্রতীক ছাপা ছাতা, রিস্ট ব্যান্ড, পোর্সেলিনের কাপ, টি- শার্ট, দলীয় প্রতীক ছাপা পানির বোতল এমনকি মুঠোফোনের কভারসহ অন্যান্য রাজনৈতিক সামগ্ৰী বিক্রির যুদ্ধে বিজেপিকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।