You have reached your daily news limit

Please log in to continue


হাওরে বাঁধ নির্মাণ না হওয়ার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

নির্ধারিত সময়ে হাওরে বাঁধ নির্মাণ না হওয়ার প্রতিবাদে এবং বৃহত্তর সিলেট বিভাগের বিদেশগামী কর্মীদের স্মার্ট কার্ড জনশক্তি অফিসের মাধ্যমে প্রদানের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে হাওর উন্নয়ন পরিষদ সিলেট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সভায় বক্তারা বলেন, আগামী ১ সপ্তাহের মধ্যে হাওরের বেড়িবাঁধ নির্মাণকাজ সম্পূর্ণ না হলে সিলেটসহ হাওরবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো। বক্তারা বৃহত্তর সিলেট বিভাগের বিদেশগামী কর্মীদের স্মার্টকার্ড জনশক্তি অফিসের মাধ্যমে প্রদানের দাবি জানান। হাওর উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরঞ্জিত বর্মণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. খালেদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলার এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, বিএমবিএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মনোরঞ্জন তালুকদার, মুক্তিযোদ্ধা ওয়াহিদ মিয়া, তোফায়েল আহমদ, সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মো. ইউসুফ সেলু, সিলেট জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, সদস্য সচিব মামুন চৌধুরী, আখলাকুর হোসেন, সামিদুল হক, সুরঞ্জন দাস প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন