আদালতের সাজা মাথায় নিয়ে লন্ডনে পালিয়ে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে ঢাকার শাহবাগ থানায়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম গত ২৫ ফেব্রুয়ারি রাতে মামলাটি দায়ের করেন।শাহবাগ থানার ওসি মোহাম্মদ মামুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাইবার ক্রাইম ইউনিট এ মামলা তদন্তের দায়িত্ব নিয়েছে।”