মডার্নার কাছে আংশিক মালিকানা বিক্রি করল অ্যাস্ট্রাজেনেকা
প্রকাশিত: ০১ মার্চ ২০২১, ০৯:২৮
ব্রিটিশ-সুইডিশ ফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা তাদের মালিকানার ৭.৭ শতাংশ মার্কিন ফার্মাসিউটিক্যালস কোম্পানি মডার্নার কাছে বিক্রি করেছে। এই মালিকানার আর্থিক পরিমাণ একশ কোটি ডলারের বেশি। করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির ফলে মডার্নার শেয়ারের দাম বৃদ্ধির পরে এই পদক্ষেপ নিল অ্যাস্ট্রাজেনেকা।
ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভ্যাকসিন তৈরির কারণে দু’টি কোম্পানিই বর্তমানে আলোচনায় রয়েছে। তবে অ্যাস্ট্রাজেনেকা ঠিক কবে মডার্নার কাছে মালিকানার অংশ বিক্রি করেছে তা এখনো পরিষ্কার নয়।