উত্তাল মিয়ানমারে পুলিশের ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার বহু
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩১
উত্তাল মিয়ানমারে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। সবচেয়ে বড় ধরপাকড় অভিযানে শনিবার পর্যন্ত বহু মানুষকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে পুলিশ গুলি চালালে এক নারী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। এ ছাড়াও ওই ঘটনায় আরো অনেক আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
মিয়ানমারের রাজনীতিবিদ কিয়া মিন হিটেক রয়টার্সকে জানিয়েছেন, দাউই শহরে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালিয়েছিল। ওই ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন। এছাড়াও বহু মানুষ আহত হয়েছেন। দাউই ওয়াচ সংবাদমাধ্যমও বলছে, গুলি চালানোর ঘটনায় একজন নিহত হয়েছেন এবং এক ডজনেরও বেশি আহত হয়েছেন।