ইজরায়েলি দূতাবাসের পর নিশানায় মুকেশ অম্বানী! বিস্ফোরক রাখার দায় নিল জইশ-উল-হিন্দ

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৯

শিল্পপতি মুকেশ অম্বানীর বাড়ির সামনে বিস্ফোরক রাখার দায় নিল জইশ-উল-হিন্দ। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে হামলার দায় স্বীকার করেছে তারা। সম্প্রতি দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের পিছনেও এই সংগঠনের হাত ছিল বলে জানা গিয়েছিল। এশিয়ার সবচেয়ে ধনী শিল্পপতিও যে তাদের নিশানায় রয়েছে, এ বার তা জানা গেল। তবে টেলিগ্রামে প্রকাশিত ওই বিবৃতির সত্যতা যাচাই করা যায়নি।জইশ-উল-হিন্দের নামে টেলিগ্রামে যে বার্তা সামনে এসেছে, তাতে দেশের গোয়েন্দা সংস্থাগুলিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। লেখা হয়েছে, ‘আটকাতে পারলে আটকে দেখাও। দিল্লিতে তোমাদের নাকের ডগায় বিস্ফোরণ ঘটানোর সময়ও কিছু করতে পারোনি। মোসাদের সঙ্গে হাত মিলিয়েও কিনারা হয়নি। কী করণীয় তা খুব ভাল করেই জানো তোমরা। নির্দেশ মেনে শুধু টাকা পাঠিয়ে দাও’।নগদের বদলে টাকা বিটকয়েনে দিতে হবে বলেও দাবি করা হয়েছে ওই বিবৃতিতে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত থাকতে পারে, এখনও তেমন কোনও ইঙ্গিত মেলেনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us