স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্রসমাবেশ কর্মসূচি করেছে ছাত্রলীগ। বিপুলসংখ্যক নেতা-কর্মীর এই কর্মসূচি থেকে ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার দাবি করা হয়। ফিলিস্তিনে আগ্রাসন পরিচালনায় ইসরায়েলকে সহযোগিতা করার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রেরও কড়া সমালোচনা করেন ছাত্রলীগের নেতারা।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে ছাত্রলীগ পদযাত্রা বের করে। পদযাত্রাটি ফুলার রোড ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ঘুরে টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ হয়। সমাবেশের আগেই ছাত্রলীগের উদ্যোগে রাজু ভাস্কর্যের পেছনে বড় আকারের একটি ফিলিস্তিনি পতাকা উত্তোলন করা হয়েছিল।