ঢালিউড অভিনেত্রী মৃদুলা আহমেদ রেসি অভিনয়ে এখন অনেকটাই অনিয়মিত। সবশেষ ২০১৬ সালে জাকির হোসেন রাজুর ‘নিয়তি’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। এর বছর তিনেক পর ২০১৯ সালের শেষ দিকে লেডি অ্যাকশন ঘরানার ‘ইয়েস ম্যাডাম’ চলচ্চিত্রে কাজ শুরু করেন রেসি। ছবিটির পরিচালক রকিবুল আলম রাকিব। শুটিং শেষে ইতোমধ্যেই ছবিটির ডাবিংয়ে অংশ নিয়েছেন নায়িকা।
নির্মাতা সূত্রে জানা গেছে, চলতি বছরই ‘ইয়েস ম্যাডাম’ চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে। তবে রেসি এরইমধ্যে আরও চারটি ছবিতে প্রস্তাব পেয়েছেন। যদিও তিনি এখনও সায় দেননি। এজন্য সিদ্ধান্ত নিতে কিছু দিন সময় নিচ্ছেন। বুঝেশোনেই পা বাড়াতে চান তিনি।