মন্ত্রী পদমর্যাদা কবে পাবেন দুই মেয়র?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪১

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়ররা মন্ত্রী পদমর্যাদা পেলেও বর্তমান মেয়র মো. আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে এখনও তা পাননি। কবে নাগাদ এই মর্যাদা তারা পাবেন বা আদৌ পাবেন কিনা সে বিষয়েও কিছু জানাতে পারেননি সংশ্লিষ্ট কেউ।

সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস ও উত্তরের মেয়র আতিকুল ইসলাম মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারা নিজেদের দাফতরিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন। তবে মন্ত্রী পদমর্যাদা নিয়ে সরকারের কাছ থেকে এখনও তাদেরকে কিছুই জানানো হয়নি। তবে সংস্থা দুটি মনে করছে, মেয়রদের এই বিশেষ মর্যাদা থাকলে সংস্থার কাজের গতি বাড়বে।

এর আগে ২০১৫ সালে ২৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এবং ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হক নির্বাচিত হওয়ার পর ২০১৬ সালের ২১ জুন মন্ত্রী পদমর্যাদা দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ। এরমধ্যে আনিসুল হক মারা যাওয়ার পর ২০১৯ সালে উপ-নির্বাচনে বিজয়ী হয়ে ৯ মাস ডিএনসিসির মেয়রের দায়িত্ব পালন করেছিলেন আতিকুল ইসলাম। তখন তিনিও মন্ত্রী পদমর্যাদা ভোগ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

১০ তলা ভবন নিলামে ৬০ হাজার টাকায় বিক্রি

সমকাল | মোহাম্মদপুর, ঢাকা
৮ মাস, ১ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us