পারসিভিয়ারেন্স সংশয়ের অবসান ঘটাতে পারবে!

ইত্তেফাক প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫৫

সৌরজগত্ স্রষ্টার বিস্ময়কর সৃষ্টি। কত রহস্য লুকিয়ে আছে এখানে। এটা শুধু সৌন্দর্যের আধারই নয়, বরঞ্চ অজানা তত্ত্ব ও তথ্য ভরা এক স্থান। মহাকাশ, গ্রহ, নক্ষত্র নিয়ে রহস্য ভেদ করতে, অজানা কে জানার তীব্র আকাঙ্কা নিয়ে বিজ্ঞানের স্পর্শে মহাকাশ পানে নিরন্তর ছুটে চলা মানুষের। বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিকায়নের ফলশ্রুতিতে মহাকাশ নিয়ে গবেষণার পরিমাণ ক্রমশ বাড়ছে। বিজ্ঞানীদের গবেষণা বলছে, পৃথিবী অদূর ভবিষ্যতে মানুষের বসবাসের অনুপযোগী হয়ে উঠবে। উত্তর ও দক্ষিণ মেরুতে ওজোন স্তর ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে যার কারণে পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন ঘটছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবী ধ্বংসের সম্মুখীন হলে মানব সভ্যতার নিরাপত্তার স্বার্থে নিরাপদ কোনো স্থানে মানব জাতির বিকাশে সবাই উদগ্রীব হয়ে উঠবে, সেটাই স্বাভাবিক এবং সংগত। সে ক্ষেত্রে মানুষের বিবেচনার প্রথম পছন্দ হতে পারে লাল গ্রহ সাদৃশ্য মঙ্গল। এজন্যই ভবিষ্যতে মানব সভ্যতাকে নিরাপদ রাখার জন্য মহাকাশ বিজ্ঞানীদের মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপন করার চেষ্টা অব্যাহত রয়েছে। কারণ, বর্তমান পৃথিবীর উপযোগী আবহাওয়া ও জলবায়ু বিবেচনায় সৌরজগতের সব থেকে কাঙ্ক্ষিত গ্রহ মঙ্গল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us