বগুড়া পৌরসভার নির্বাচনী সময় ঘনিয়ে এসেছে। প্রতীক নির্বাচন করে ভোটাররাও ভোট দিতে প্রস্তুতি সেরেছে। ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণের পর ফলাফলে জানা যাবে বগুড়া পৌরসভায় মেয়র হচ্ছেন কে। তবে মেয়র হতে গেলে নারী ভোটারদের ভোট নিয়েই মেয়র হতে হবে। বগুড়া পৌরসভায় এবার পুরুষ ভোটরের চেয়ে নারী ভোটারই বেশি। নারী ভোটাররাই এবার বগুড়া পৌরসভার ফলাফল এনে দেবে।
কে হচ্ছেন বগুড়া পৌরসভার মেয়র আর কারা হবেন পৌর কাউন্সিলর। সর্বত্র চলছে নির্বাচনী আলোচনা। বগুড়া পৌরসভা নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগে ও স্বতন্ত্র প্রার্থীদের পাশাপাশি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরাও প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।