মানব পাচারকারীদের হাত থেকে অন্তত ১৫৬ আফ্রিকান অভিবাসীকে উদ্ধার করেছেন লিবিয়ার নিরাপত্তা বিভাগের সদস্যরা। তাঁদের কুফরা শহরের একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল। এ অপরাধের সঙ্গে যুক্ত ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ স্থানীয় সময় গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কুফরা শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব অভিবাসীকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ১৫ নারী ও ৫ শিশু রয়েছে। তাঁরা সবাই সোমালিয়া, ইরিত্রিয়া ও সুদানের নাগরিক।