সাম্প্রতিককালে বহু সাংবাদিক আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার শিকার হয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ঠুকে সাংবাদিকদের কারাগারে নিক্ষেপের ঘটনাও কম নয়। ১৯ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের সংঘর্ষে বুরহান মুজাক্কির নামের এক সাংবাদিকের খুন হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বুরহান ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার ও নিউজ পোর্টাল বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি। নোয়াখালী কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিয়ে তিনি সাংবাদিকতায় এসেছিলেন। কিন্তু ঘাতকের বুলেট মাত্র ২৫ বছর বয়সে তাঁর জীবনপ্রদীপ নিভিয়ে দিল।