চলমান করোনা পরিস্থিতিতে দেশের প্রায় সবকিছু এখন মোটামুটি স্বাভাবিক। লকডাউন তুলে খুলে দেয়া হয়েছে দর্শনীয় স্থানগুলো থেকে। তবে এখনো খোলেনি রাজধানীর বুড়িগঙ্গা পাড়ের ঐতিহাসিক আহসান মঞ্জিল। করোনার কারণে দীর্ঘ ৯ মাস ধরে বন্ধ রয়েছে এই দর্শনীয় স্থান।
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ১০০ জনের মতো পর্যটক আহসান মঞ্জিল এসে ফিরে যান। সরেজমিনে দেখা যায়, দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা আহসান মঞ্জিলের মূল গেটের সামনে এসে ভিড় জমাচ্ছেন। টিকেট কাউন্টার বন্ধ থাকায় সবাই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।